AI Summary1 min read

TL;DR

পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সেবা করতে গিয়ে সহকর্মীদের আক্রমণ তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা ও আইন-শৃঙ্খলার দুরবস্থা দেখায়। সরকার ও দলকে হিংসা বাদ দিয়ে সাহায্যে মনোযোগী হতে আহ্বান জানানো হয়েছে, বিজেপি কর্মীদের উদ্ধার কাজে সহায়তা চাওয়া হয়েছে।

Tags

পশ্চিমবঙ্গ বন্যাতৃণমূল কংগ্রেসবিজেপিআইন-শৃঙ্খলাউদ্ধার কাজ
যেভাবে আমাদের দলের সহকর্মীরা—যাদের মধ্যে একজন বর্তমান সাংসদ ও বিধায়কও রয়েছেন—পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।

আমার একান্ত কামনা পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল কংগ্রেস এই কঠিন পরিস্থিতিতে হিংসায় লিপ্ত না হয়ে মানুষের সাহায্যে আরও মনোযোগী হোক। আমি বিজেপি কার্যকর্তাদের আহ্বান জানাই, তারা যেন জনগণের পাশে থেকে চলতি উদ্ধার কাজে সহায়তা করে যান।

Visit Website